সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ পরিদর্ণন করেছেন এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম

দ্বারা zime
০ মন্তব্য 127 দর্শন

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগ পরিদর্ণন করেছেন এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম।

গতকাল  ১৫ মে ২০২৫ খ্রিঃ দুপুর ২টায়  উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন এসএমপি‘র  পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম। এসময়  পুলিশ কমিশনার কে ফুল দিয়ে অভ্যর্থনা জানান উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খান।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম এর নেতৃত্বে পুলিশ কমিশনার কে একটি চৌকস দল পরিদর্শন সালামি প্রদান করেন।
পুলিশ কমিশনার কার্যালয় ভবনের বিভিন্ন অবকাঠামো ও অফিস কক্ষ পরিদর্শন করেন। তিনি অফিস ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং অফিসে রক্ষিত নথিপত্র ও অফিসিয়াল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও দায়িত্বরত কর্মকর্তাবৃন্দকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।পরিশেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম, অতিরিক্ত দায়িত্বে এসি-কোতোয়ালী মডেল থানা) মুহিদুর রহমান খাঁন, সহকারী পুলিশ কমিশনার মোঃ মুহিবুর রহমান (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার), অফিসার ইনর্চাজ কোতোয়ালী মডেল থানা, অফিসার ইনর্চাজ এয়ারপোর্ট থানা, অফিসার ইনর্চাজ জালালাবাদ থানাসহ কার্যালয়ে কর্মরত অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন