চুয়াডাঙ্গায় করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 237 দর্শন

 

চুয়াডাঙ্গায় করোনাজয়ী দের ফুলেল শুভেচ্ছা জানালেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো:জাহিদুল ইসলাম।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত ২৭জন পুলিশ সদস্য বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম তাদেরকে ইমিউনিটি বৃদ্ধিকারক পুষ্টিকর খাদ্য ও ঔষধ সামগ্রী সরবরাহ, প্রতিনিয়ত মোবাইলে সার্বক্ষনিক খোঁজ-খবর নেন ।

করোনা আক্রান্ত চিকিৎসাধীন ০৬(ছয়) জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করালে পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ আসায় চিকিৎসক তাদের করোনা মুক্ত ও সুস্থ ঘোষণা করেন। অদ্য ২০.৬.২০২০ খ্রিস্টাব্দ তারিখ বেলা ০১:৩০ টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছাড়পত্র দেন। এ সময়ে করোনা জয়ী পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপার মহোদয় সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য এ পর্যন্ত ইন্সপেক্টর-০১, এসআই-০৪, পিএসআই-০১ এবং কনস্টেবল-০২জনসহ মোট ০৮জন পুলিশ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন