কঠোর লক-ডাউন বাস্তবায়নে শ্যামনগর থানা পুলিশ  বিশেষ অভিযান পরিচালনা করেছে।শনিববার সকাল থেকে বর্ষা-কাঁদা উপেক্ষা করে শ্যামনগর থানা পুলিশ করোনা ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।থানা সৃত্রে জানা যায়,

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এঁর  দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)  মোঃ সজীব খানের তত্ত্বাবাধনে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল  এম, এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা) এর সার্বিক সহযোগীতায় অফিসার ইনচার্জ  মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত)  কাজী মোঃ শহিদুল ইসলাম সহ শ্যামনগর থানার অফিসার ফোর্স বৃন্দ শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত  শ্যামনগর থানা এলাকায় কঠোর লক-ডাউন বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন।

যানবাহক জব্দের বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ওসি মোঃ নাজমুল হুদা জানান,  লক-ডাউন অমান্য করে বাহিরে গাড়ি নিয়ে চলাচল করার কারনে ২৭ টি মটর সাইকেল, ০৬ টি ইজিবাইক, ০২ টি প্রাইভেটকার, ০২ টি নছিমন মোট-৩৭ টি গাড়ী জব্দ করা হয়।তিনি আরো জানান, করোনা ঠেকাতে ও মানুষ কে ঘরে ফেরাতে এ অভিযান অব্যহত থাকবে ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন