সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 73 দর্শন

 

পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকবুল হোসেন,কমান্ড্যান্ট (পুলিশ সুপার),ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রোকেয়া আখতার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা।
এ সময় অতিথি গণ বেলুন ও ফেস্টুন,পায়রা উড়িয়ে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ বলেন,পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।


সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে ০৮ টি দল নিয়ে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পুলিশ অফিস টিম বনাম সদর সার্কেল টিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(কালীগঞ্জ সার্কেল), মোঃ হাসানুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল),ডাঃ আবু হোসেন,পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা সহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন