অসহায় নারীদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ : সাতক্ষীরায় পুনাক সভানেত্রী জীশান মীর্জা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 323 দর্শন

 

সমাজের পিছিয়ে পড়া অসহায় নারীদের সেবা প্রদান করাই আমাদের লক্ষ্য উল্লেখ করে পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী জীশান মীর্জা বলেন, ‘আমাদের কাজ প্রতিবন্ধী, দরিদ্র, তৃতীয় লিঙ্গের সদস্য, রোগগ্রস্থ নারী সহ সকলকে মানবিক সেবা প্রদান। তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দেওয়াও আমাদের লক্ষ্য’।


শনিবার বিকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ‘পুনাক’ আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী ও আইজিপির স্ত্রী জীশান মীর্জা এসবকথা বলেন।


তিনি বলেন, করোনাকালে আমরা সেবা দিয়েছি। বিভিন্ন স্থানে চিকিৎসার অভাবে পড়ে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা করিয়ে যাচ্ছি। এমনকি তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়েছে। বন্যপ্রানী ও পশুপাখি সংরক্ষনে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়াও সুন্দরবন কেন্দ্রিক কর্মজীবি নারীদের সহায়তাও আমাদের কার্যক্রমের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, সুন্দরবন এলাকায় বসবাসরত অগনিত বাঘবিধবাদের আয়বর্ধক কর্মসংস্থান, তাদেরকে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান এবং সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগও রয়েছে আমাদের। উপকূলীয় এলাকায় গর্ভধারিনী মায়েদের সন্তান প্রসবের সহায়তার জন্য সেখানে ধাত্রী প্রশিক্ষন এবং ওষুধপত্র এবং চিকিৎসা বিষয়ক যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা করা হবে। একইসাথে সুন্দরবনের মধু এবং কেওড়ার আচার তৈরীর মাধ্যমে নারীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।


জেলা ‘পুনাক’ সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই

মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পুনকের সহ-সভানেত্রী নাসিমা আমিন, দিলরুবা খুরশীদ, ফারজানা জামিল, ফরজানা কবির, তৌহিদা ইসলাম নুপুর, ওয়াহিদা ওয়াহাব, স্বাস্থ্যবিষয়ক সম্পাদিকা প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপনন সম্পাদিকা সৈয়দা মেহর আফরোজ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী জীশান মীর্জার মা লুৎফুন্নেছা হক ও অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম,পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং মো: বেলায়েত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: সজীব খান,কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এমএন মোহাইমেনুল রশীদ,  সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর মো: ইকবাল হোসেন,

তালা সার্কেল সিনিয়র এএসপি হুমায়ুন কবির,দেবহাটা ও আশাশুনি সার্কেল সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমান,সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন,ট্রাফিক পুলিশের টিআই কামরুজ্জামান বকুল,জেলা ডিবির ওসি ইয়াছিল আলম চৌধুরী, সদর থানার ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তার, ইন্সপেক্টর ইন্টেলিজেন্স আজিজুর রহমান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। 

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পুনাক সভানেত্রী।

পরে তিনি পাঁচ শতাধিক অসহায় ও  শীতার্ত নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।শীতার্ত মানুষেরা শীত বস্ত্র পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ পুনাক সভানেত্রী জীশান মীর্জার প্রতি। 

 

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন