অসহায় ভিক্ষুকের জমানো ১০ হাজার টাকা উদ্ধার করে দিলেন কালিগজ্ঞ থানা পুলিশ

দ্বারা zime
০ মন্তব্য 409 দর্শন

 

অসহায় ভিক্ষুকের কাছ থেকে ফুঁসলিয়ে আত্মসাতকৃত ১০ হাজার উদ্ধার করে মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরার কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন ও সহকারী সাব-ইন্সপেক্টর  রুপক সাহা।


থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ এলাকার মৃত হাফিজুর রহমানের স্ত্রী রহিমা খাতুনের বাড়িতে বসবাস করতেন নলতা গ্রামের মৃত ফজর আলী খাঁর স্ত্রী অসহায় ভিক্ষুক ছায়েরা বিবি। এক পর্যায়ে রহিমা খাতুন প্রতারণার মাধ্যমে ছায়েরা বিবির ভিক্ষার মাধ্যমে জমানো ১০হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। আসহায় ভিক্ষুক ছায়েরা বিবি প্রতিকারের আশায় মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের নিকট অভিযোগ করলে তিনি তাকে থানায় পাঠিয়ে দেন। ছায়েরা বিবির অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের নির্দেশে তদন্তকারি কর্মকর্তা রুপক সাহা বৃহস্পতিবার বেলা ২টার দিকে রহিমা খাতুনের বাড়িতে যেয়ে নানা অজুহাতের এক পর্যায়ে অপকর্মের কথা স্বীকার করেন এবং ভিক্ষুকের নিকট থেকে আত্মসাৎকৃত ১০ হাজার টাকা ফেরত দেন। দীর্ঘদিনের জমাকৃত ভিক্ষার টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছায়েরা বিবি





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন