আইজিপির নির্দেশে দাকোপ থানা পুলিশের ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

দ্বারা zime
০ মন্তব্য 183 দর্শন

 

এবার ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।বাংলাদেশ পুলিশের কিংবদন্তী ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম(বার) এঁর নির্দেশনা মোতাবেক শনিবার দেশজুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা পুলিশের এ ভিন্নধর্মী উদ্যোগের বিষয়টি জানান।দেশের সব বিটে একযোগে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করবে।

এ লক্ষে খুলনার দাকোপ থানা পুলিশের আয়োজনে নারী ধর্ষন ও নির্যাতনের বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শনিবার সকাল ১১টার দিকে চালনা পৌরসভা মিলনায়তনে থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, পৌর আ‘লীগ সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, চালনা পৌর পুলিশিং কমিটির সভাপতি এবিএম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, কাউন্সিলর আব্দুল গফুর সানা, আমোদিনী রায়, রোস্তম আলী খান, দেবাশীষ ঢালী, আয়ুবআলী কাজী, মহাসিন আকুঞ্জী, রবীন্দ্রনাথ সরদার, এস আই অখিল রায়, প্রেসক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, অমরেশ ঢালী, নাসিমা বেগম প্রমুখ।

এছাড়া উপজেলার ৯টি ইউনিয়নেও পৃথক পৃথক ভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন