আইজিপি’র নির্দেশে নারায়নগজ্ঞে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করলেন এসপি জায়েদুল আলম

দ্বারা zime
০ মন্তব্য 270 দর্শন

 

মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম-বার এঁর নির্দেশনা মোতাবেক সারা দেশব্যাপী করোনা সচেতনতা ক্যাম্পেইন এর অংশ হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

জেলা সদরে চাষাঢ়া মোড়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, নারায়ণগঞ্জ ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম-সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এসময় উপস্থিত ও চলাচলরত সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও বিট এলাকায় পৃথক পৃথকভাবে অনুরূপ কার্যক্রম গ্রহণ করা হয়। জেলায় সাত সহস্রাধিক মাস্ক ও সাত শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

অন্যান্য থানা পুলিশের করোনা সচেতনতা কার্যক্রমের স্থান ও অতিথিবৃন্দ-

ফতুল্লা মডেল থানার পঞ্চবটি মোড় কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান,
সিদ্দিরগঞ্জ থানার সোনামিয়া মার্কেট এলাকায় কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম,
বন্দর থানার কামাল উদ্দিন মোড়ের কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী।
সোনারগাঁ থানার মোগড়াপাড়া বাসস্ট্যান্ডে সচেতনতা কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,
রূপগঞ্জ থানার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে কার্যক্রমের স্থানীয় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আড়াইহাজার থানার পৌরসভা চত্ত্বর কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন এসপি জায়েদুল আলম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন