আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সম্মানে এমপি রবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত।।

দ্বারা zime
০ মন্তব্য 296 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজঃ সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সৌজন্যে প্রতিবছরের ন্যায় আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ মে) ০৩ রমজান শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে প্রতিটি টেবিল ঘুরে ঘুরে উপস্থিত আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এমপি রবি। ইফতার মাহফিলের অনুষ্ঠানে মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার বক্তব্যে বলেন, ‘পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। রমজানের পবিত্রতা সকলকে রক্ষা করতে হবে। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুর্দ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করতে হবে। ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।’ এসময় উপস্থিত ছিলেন জেলা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, এমপি প্রত্র মীর তানজীর আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অছলে, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি এ্যাড. শেখ তামিম আহম্মেদ সোহাগ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সদস্য মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, পৌর ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, শাহিনুর রহমান, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান এস.এম মোশারফ হোসেন, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ধুলিহর ইউপি চেয়ারম্যানমিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী রীগের সভাপতি এপিপি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান প্রমুখ। এসময় ১৪টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন