আপনারা বঙ্গবন্ধুর দেশের মানুষ, আপনাদের অধিকার আপনাদের আদায় করে নিতে হবে এবং মাথা উঁচু করে বাঁচতে হবে-এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 177 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ :  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা জেলা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু’র সভাপতিত্বে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘আপনারা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর দেশের মানুষ। আপনাদের অধিকার আপনাদের আদায় করে নিতে হবে এবং মাথা উঁচু করে বাঁচতে হবে। আমরা যে ধর্মের হইনা কেন আমরা বাঙালী। সে চেতনা থেকে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে।’
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তিলক গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ডা. সুশান্ত ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ আমিন, সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, অধ্যক্ষ শিবপদ গাইন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিকাশ দাস, অসীম কুমার দাস সোনা, কিরন্ময় সরকার, সঞ্জীব ব্যাণার্জী প্রমুখ। এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন