কুষ্টিয়ায়  ইবি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মে ২০২২) সকাল ১১ টায় কুষ্টিয়া জেলাধীন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রাঙ্গনে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম। 

এসময় তিনি বলেন, নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠান করলে পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, এলাকার অনেক সমস্যা স্থানীয়ভাবে সমাধান হবে। বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডে’র মাধ্যমে আমরা সমাজ থেকে সকল প্রকার অপরাধ দুর করতে চাই। এ জন্য জনসাধারনকে পুলিশের কাছে এলাকার চলমান ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

এসপি বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত করতে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে নৈতিকতাবোধ থেকে পুলিশকে সহযোগিতা করতে হবে।

এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম মাদক সহ সকল অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ইবি থানা, ৭ টি ইউনিয়নের জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং স্থানীয় ভুক্তভোগী জনগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন