আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, নারী নির্যাতন, ও মানবপাচার প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, বর্তমানে ইভটিজিং এর ঘটনা অনেক কম। কারণ এর বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। কোন ইভটিজার যদি কখনও কোন মেয়েকে ইভটিজিং করার চেষ্টা করে তাহলে বিষয়টি সাথে সাথে পুলিশের কাছে জানাতে হবে। আমরা কোন দলমত বুঝিনা, ইভটিজিং করলে তাকে শাস্তি পেতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে জাতীয় নাম্বার ৩৩৩, বিভিন্ন অভিযোগের জন্য ৯৯৯ নাম্বার, দূর্ণীতির বিরুদ্ধে ১০৬ কল সেন্টার ২৪ ঘন্টার জন্য খোলা রাখা হয়েছে। যে কোন বিষয়ে ফোন করলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট প্রশাসন। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে এবং উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষ ড মিজানুর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। পরে একই মঞ্চে মুজিববর্ষ ও তারুণ্যের ভাবনা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুজিববর্ষ নিয়ে তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস প্রমুখ উপস্থিত ছিলেন।