এবার‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুরু।।

দ্বারা zime
০ মন্তব্য 212 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা:এবার ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘নাটক জীবনের কথা বলে, নাটক হোক সমাজ বিকাশের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে ২৪ অক্টোবর সন্ধ্যায় এই নাট্য উৎসব শুরু হবে।

শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্য উৎসবের উদ্বোধনী দিনে ম স্থ হবে নাটক ‘কবর’। ২৫ অক্টোবর ম স্থ হবে নাটক ‘রক্ত কবরী’। ২৬ অক্টোবর নাটক ‘ওরা কদম আলী’, ২৭ অক্টোবর নাটক ‘১৯৭১’ ও ‘সাত পাগলের হাট’, ২৮ অক্টোবর নাটক ‘মাইকেল মধুসূদন’, ২৯ অক্টোবর নাটক ‘বউ’ ও ‘এবং কালো মানুষ’, ৩০ অক্টোবর নাটক ‘সত্যি ভূতের গল্প’ ও ‘ফুটপাত’ এবং ৩১ অক্টোবর ম স্থ হবে নাটক ‘ডালিম কুমার’।

পরিবার পরিজন নিয়ে সপ্তাহব্যাপী এই নাট্য উৎসব উপভোগে জেলাবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। #





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন