কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত।।

দ্বারা zime
০ মন্তব্য 181 দর্শন

 

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার)।সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরীতে বিভিন্ন পদমর্যাদার অফিসার দের চৌকশ পুলিশের সন্মাননা প্রদান করেন পুলিশ সুপার।অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার বলেন সকল প্রকার অপরাধের বিরুদ্ধে পুলিশ কে জিরো টলারেন্স নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন খেয়াল রাখতে হবে যেন অপরাধ দমনের নামে নিরিহ মানুষ কে হয়রানি না করা হয়। কোন নিরিহ মানুষ কে হয়রানি করলে তার এ জেলা থেকে বের করে দেওয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

মাসিক কল্যাণ সভায় এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, জনাব মোঃ আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া, জনাব নূরানী ফেরদৌস দিশা,অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সার্কেল, কুষ্টিয়া সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন