করোনার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কর্মকান্ড থেমে নেই- এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 153 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : ধুলিহর কোমরপুরে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর এলাকায় ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বোরহান উদ্দীনের সভাপতিত্বে ফলক উন্মোচন করে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, তাই দেশ ও জাতির উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। আওয়ামীলীগ সরকারের সময়ে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বিগত সময়ে এত উন্নয়ন হয়নি। করোনার মধ্যেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন কর্মকান্ড থেমে নেই। দূর্বার গতিতে দেশের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলেছে। করোনার মধ্যেও দেশে পদ্মাসেতুর কাজ শেষ পর্যায়ে। তিনি আরো বলেন, কে কি বলল সেদিকে না তাকিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এমপি রবি।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস.এম শফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ভৈরব সরকার, ইউপি সদস্য আনিছুর রহমান, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, সাবেক মহিলা মেম্বর নার্গিস পারভীন প্রমুখ। কোমরপুর যুব সংঘ পারুই পাড়া হতে সরদার পাড়া জলিলের বাড়ি পর্যন্ত ১১০০ মিটার কার্পেটিং রাস্তা ৯৭ লক্ষ ৮৭ হাজার টাকা ব্যয়ে এলজিইডি’র বাস্তবায়ণে এ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দলীয়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন