করোনা মুক্ত থাকতে নিরাপদ সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার করতে হবে-এমপি রবি

দ্বারা zime
০ মন্তব্য 169 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মহামারী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় শহরের সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির আয়োজনে ও শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সৌজন্যে সংগঠনের সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাজারে প্রচুর লোক সমাগম হয় সেকারণে করোনার ঝুকি বেশি। সেকারণে বাজারে ক্রেতা-বিক্রেতা সকলকে মাস্ক বার্ধ্যতামূলক ব্যবহার করতে হবে। শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। সেজন্য জননেত্রী শেখ হাসিনা সকলকে করোনার সংক্রমণ রোধে সজাগ থাকার আহবান জানিয়েছেন। সকলকে করোনা মুক্ত থাকতে হবে। মাস্ক পড়লে ধূলা-বালি মুক্ত থাকা যায় এবং পরিবেশ দূষণে যেখানে সেখানে মানুষ থুতু ফেলা থেকে বিরত থাকা যায়। আমাদের মানুষিকতা পরিবর্তন জরুরী। সুলতানপুর বড় বাজারকে আধুনিকায়ন করতে উদ্যোগ গ্রহণ করা হবে। সকলে ঐক্যবদ্ধ থাকলে সকল প্রকার উন্নয়ন সম্ভব। শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু করোনার সংক্রমণ রোধে সকলের মাঝে মাস্ক বিতরণ করছে এটা একটি মহতী উদ্যোগ। আব্দুর রহিম বাবু’র মত সমাজের অন্যান্যদের এগিয়ে আসার আহবান জানান এবং সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সহ-সেক্রেটারী রজব আলী খাঁ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম, নির্বাহী সদস্য কবিরুল ইসলাম, মহিদুল ইসলাম, রায়হান গাজী, সুলতানপুর বড় বাজার লেবার শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সেক্রেটারী মোনতেজ আলী ও আব্দুল হাকিম প্রমুখ। এসময় শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন