খুলনা জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 120 দর্শন

 

খুলনা জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার দ্রুত গতিতে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আজ জেলা পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেনেন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক  এবং Zoom App এর মাধ্যমে সংযুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ।

সভায় করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ হার প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা হয় এবং ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছ কিনা, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হচ্ছে কিনা এসব বিষয়ে বিশদ আলোচনা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকে করোনা চিকিৎসায় কাজে লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলানার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, খুলনা ডাঃ সুজাত আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা  জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি জনাব এসএম নজরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন