খুলনা রেঞ্জ পুলিশের ক্রাইম কনফারেন্স ও আরএএল সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 252 দর্শন

 

মেহেদি হাসান তপু :  খুলনা রেঞ্জ  পুলিশের জুন/২০২০ মাসের অপরাধ পর্যালোচনা ও আরএএল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় খুলনা রেজ্ঞ অফিসের সন্মেলন কক্ষে আরএএল সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা রেজ্ঞের ডেপুটি ইন্সপেক্টর জেলারেল ডিআইজি  ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)  এঁর সভাপতিত্বে  সভায় এসময় উপস্থিত ছিলেন খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি প্রশাসন মো: হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি  ক্রাইম এন্ড অপারেশন  এ কে এম নাহিদুল ইসলাম, রেঞ্জ অফিসের পুলিশ সুপার অপারেশনস ও ট্রাফিক  তোফায়েল আহম্মেদ,খুলনা জেলা পুুু্লিশ সুপার এসএম শফিউল্লাহ  বিপিএম,সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ  মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার), নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ আলী, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো:জাহিদুল ইসলাম,বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোওয়ান আলী  সহ র্্যাব-৬,  এপিবিএন, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সভায় রেজ্ঞ ডিআইজি আসন্ন ঈদুল আযহা উদযাপনে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাই কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সাথে সাথে করোনা পরিস্থিতি তে জনগনের পুলিশ হয়ে আন্তরিক ভাবে পেশাগত দায়িত্ব পালনে আহবান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন