গ্রিন বেল্ট ফেইজ ২ প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

দ্বারা zime
০ মন্তব্য 202 দর্শন

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে “মুজিববর্ষ” উপলক্ষে জেলা প্রশাসন, খুলনার “গ্রিন বেল্ট ফেইজ-২” প্রকল্পের আওতায় খুলনা জেলার ০৯ টি উপজেলায় মোট ১৯.২০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা  মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে zoom conference এর মাধ্যমে আজ অনুষ্ঠিত হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত বিভাগীয় কমিশনার, খুলনা জনাব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো সংযুক্ত ছিলেন বিশেষ অতিথি জনাব শেখ হারুনুর রশিদ, চেয়ারম্যান, জেলা পরিষদ,  এম.ডি.এ. বাবুল রানা, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামী লীগ,  এস.এম. নজরুল ইসলাম, সভাপতি, খুলনা প্রেসক্লাব,  মুন্সি মাহবুবুল আলম সোহাগ, সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়ন, অধ্যাপক আলমগীর কবির, কমান্ডার (সাবেক), মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডসহ খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি অফিসের প্রধান কর্মকর্তাগণ।

অনলাইন উদ্বোধন অনুষ্ঠানের পর সম্মানিত বিভাগীয় কমিশনার , বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন