জঙ্গিবাদ ও নাশকতা ঠেকাতে তালা থানাধীন খেজুর বুনিয়া নিকারিপাড়া জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের আগে মুসল্লি দের সচেতনতা মুলক বয়ান দিলেন তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।
শুক্রবার জুম্মার নামাজের আগে ও পরে ওসি আবু জিহাদ ফকরুল আলম খান মুসল্লি দের সচেতনতা মুলক উপদেশ প্রদান করেন।
ওসি জিহাদ খান এসময় কোরআন এবং হাদিসের আলোকে সর্বোপরি বাংলাদেশের প্রচলিত আইন এবং সংবিধান অনুযায়ী সমাজে মাদকের আগ্রাসন,জঙ্গি ও সন্ত্রাসবাদ, জুয়া, লটারি, জ্বিনা- ব্যভিচার, বাল্যবিবাহ, ইভটিজিং, সমাজে ফেতনা- ফ্যাসাদ সৃষ্টি, জঙ্গিবাদ, নাশকতামূলক কর্মকান্ড, সন্ত্রাসী কার্যকলাপ, গুজব রটানো ইত্যাদি বিভিন্ন সামাজিক ও গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের কুফল নিয়ে উপস্থিত সম্মানিত মুসল্লিদের উদ্দেশে প্রয়োজনীয় দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান এবং সমাজে এগুলোর ভয়াবহ প্রভাব থেকে পরিত্রাণের করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। এসময় তালা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত বয়ান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।