জলাবদ্ধতা নিরসনে অবৈধ নেট পাটা,কারেন্ট জাল অপসারণে সদর ইউএনও’র বিশেষ অভিযান

দ্বারা zime
০ মন্তব্য 159 দর্শন

 

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে অবৈধ নেট পাটা,কারেন্ট জাল অপসারণে অভিযান চালিয়েছে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা-তুজ জোহরা। শনিবার সকালে ক্যারেন্ট জাল বিক্রি করার অপরাধে তিনি বড় বাজারের দুই দোকানদার কে ৫+৫= ১০ হাজার টাকা জরিমানা করেন। খোজ নিয়ে জানা যায় সাতক্ষীরা সদর ফাড়ির আইসি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন গোপন সংবাদের ভিত্তিত্তে জানতে পারেন শহরের বড় বাজারে কতিপয় দোকানদার ক্যারেন্ট জাল বিক্রি করছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা কে অপগত করলে ইউএনও সাথে সাথে শহরের বড় বাজারের ঐ দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে নির্বাহী অফিসার মৎস আইনে দুই দোকানদার কে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচারনার সময় সাতক্ষীরা থানার ওসি দেলোয়ার হুসেন,সদর ফাড়ির আইসি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন, সদর ফাড়ির এসআই রবিন চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।

এবিষয়ে নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা বলেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে অবৈধ নেট পাটা,কারেন্ট জাল অপসারণে অভিযান চলছে।তিনি বলেন,  কারেন্ট জাল বিক্রির জন্য মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে,বিনষ্ট করা হয়েছে জব্দকৃত কারেন্ট জাল।তিনি আরো বলেন,একই সাথে বিভিন্ন পয়েন্টে বাঁধ সংস্কার চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন