ধর্মীয় প্রতিষ্ঠানে কুরআন হাদীসের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয় : ডা: আবুল কালাম বাবলা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 273 দর্শন

 

সাতক্ষীরায় সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই কাজের উদ্বোধন হয়েছে। গতকাল বেলা ১১টায় ধুলিহর কাছারী পাড়া হাসানুল বান্না জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানা জমি দাতা ও প্রতিষ্ঠাতা মো: আব্দুল ওহাব জালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা।

এসময় তিনি বলেন, মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসায় দান করলে কখনো বৃথা যাবে না। ধর্মীয় প্রতিষ্ঠানে কুরআন হাদীসের পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে একজন যদি সুশিক্ষিত হয় তার মাধ্যমে সুন্দর একটি সমাজ গড়ে উঠা সম্ভব। বিশেষ করে এতিম মিসকীনদের পাশে দাড়াতে হবে। মাদ্রাসা ও এতিম খানার উন্নয়নে সাধারন মানুষের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। কারন একজন ব্যক্তির পক্ষে প্রতিষ্ঠানটি সুন্দর করে গড়ে তোলা সম্ভব নই। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফেজ মাওলানা জহরুল ইসলাম। হাসানুল বান্না জামে মসজিদের খতিব মাওলানা আজাদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ ইমদাদুল হক, আলহাজ্ব আব্দুল মান্নান, আলহাজ্ব মাওলানা শেখ মহিদুল­াহ, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি হাফেজে কোরআন, হাজিউল হারামীইন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মহান আল­াহ তালার কাছে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন