নানা আয়োজনে মাগুরায় মহান বিজয় দিবস উদযাপিত।।

দ্বারা zime
০ মন্তব্য 168 দর্শন

 

যথাযোগ্য মর্যাদার সঙ্গে মাগুরায় বিজয় দিবসের নানা কর্মসূচি পালিত হয়েছে।দিবস উপলক্ষে রবিবার ভোরে শহরের নোমানী ময়দানে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে দিনের শুরু হয়। সকাল ৭ টায় বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। পরে ১ মিনিট নিরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলা আওয়ামী লীগ, জেলা জাসদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর আয়োজন কর‍া হয়। এছাড়াও প্রীতি ফুটবলসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। মাগুরা শিশু একাডেমির পক্ষ থেকে সৈয়দ আতর আলি প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এছাড়া মাগুরার অন্যান্য উপজেলা গুলোতেও নানা কর্মসূচি পালিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন