পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে কেক কেটে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সাতক্ষীরা জেলা পুলিশ

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 241 দর্শন

 

স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাতক্ষীরায় কেককাটা প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।


২৫ জুন শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে কেককাটা ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

এ সময় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, কমান্ডেন্ট পুলিশ সুপার(ইনসার্ভিস ট্রেনিং সেন্টার) মো: বেলায়েত হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান,দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সরবক ডা. আবুল কালাম বাবলা সহ সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর থানার ওসি স.ম কাইয়ুম, ট্রাফিক পুলিশের টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী, ট্রাফিক পুলিশের পরিদর্শক হাসান মল্লিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয় এবং প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন