পুলিশের ডিজিটাল নথি ব্যবস্থাপনার যাত্রা শুরু

দ্বারা zime
০ মন্তব্য 132 দর্শন

 

স্মার্ট বাংলাদেশে স্মার্ট পুলিশের অংশ হিসেবে ডিজিটাল নথি ব্যবস্থাপনার যাত্রা শুরু হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল দপ্তর/সংস্থাসমূহে ডিজিটাল নথি ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের প্রথম ইউনিট হিসেবে স্পেশাল ব্রাঞ্চের ডিজিটাল নথি ব্যবস্থাপনার যাত্রা শুরু হয়েছে।

আজ রবিবার (৫ মার্চ ২০২৩ খ্রি.) সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে স্পেশাল ব্রাঞ্চে ডিজিটাল নথি ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোঃ মাজহারুল ইসলাম ও সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার।

উদ্বোধনের আগে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি ও এসবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বঙ্গবন্ধু গ্যালারি, অপরেশনস্ কন্ট্রোল রুম, লাইব্রেরি, ডাটা সেন্টার এবং এসবি’র গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দলিল সম্বলিত আর্কাইভ পরিদর্শন করেন।

ডিজিটাল নথি ব্যবস্থাপনা উদ্বোধন শেষে সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান এসবি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন