চুয়াডাঙ্গার পুলিশ সুপার উদ্যোগে পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘‘ধর্ম যার যার, উৎসব সবার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষে পূজা কমিটির সাথে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আজ ২৭.০৯.২০২১ খ্রিঃ তারিখ বিকাল ১৬.০০ ঘটিকায় পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভায় আয়োজন করেন।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ (সদর), মো: মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা সহ সকল থানার অফিসার ইনচার্জগন এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন কাজী আয়েশা সিদ্দিকা সরকার, ডিজিএম পল্লী বিদ্যুৎ, সমিতি, চুয়াডাঙ্গা জোনাল অফিস, মোঃ আব্দুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী, ওজোপাডিকো, চুয়াডাঙ্গা, মোঃ সাইফুল ইসলাম, সার্কেল এ্যাডজুটেন্ট, আনসার ও ভিডিপি, চুয়াডাঙ্গা, মোঃ রফিকুজ্জামান, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চুয়াডাঙ্গা, মো: মেহেদী হাসান, উপ-সহকারী পরিচলাক, র্যাব ক্যাম্প- ৬, ঝিনাইদহ, ডাঃ মার্টিন হীরক চৌধুরী, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, চুয়াডাঙ্গা, মোঃ মনিরুজ্জামান সদস্য সচিব, জেলা কমিউনিটি পুলিশিং, বাবু কিশোর কুমার কুন্ডু, সদস্য সচিব, জেলা পূজা উদ্যাপন কমিটি, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকবৃন্দসহ জেলার সকল থানা/পৌর পূজা কমিটির সভাপতি, সেক্রেটারীবৃন্দ।