বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীকে সাতক্ষীরা প্রতিবন্ধী স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

দ্বারা zime
০ মন্তব্য 146 দর্শন

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৭ মার্চ তালতলাস্থ স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক ও মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা।

সভাপতিত্ব করেন, স্কুলের প্রধান শিক্ষক মোছা: আয়েশা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, সবুজ ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের সভাপতি মো: রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সুভাষ হালদার, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সবুজ ফাউন্ডেশনের প্রতিনিধি মনিরুজ্জামান টিটু।

এছাড়া উপস্থিত ছিলেন, স্কুলের সহকারী শিক্ষক সালমা খাতুন, নাছরিন সুলতানা, সোহেলী আক্তার, লিপিকা মন্ডল। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করেন সেঞ্চুরি একাডেমি। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

– প্রেস বিজ্ঞপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন