বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানালেন সাতক্ষীরার ডিসি ও এসপি

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 230 দর্শন

 

মীর আবুবকর :  বাঙালি জাতির ইতিহাসে ঐতিহাসিক ৭ই মার্চ একটি অবিস্মরণীয় দিন। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য অমীয় বাণী ঘোষণা করেছিল এই দিন। বাঙালি জাতির স্বাধীনতা লাভের আকাঙ্খা যখন চরম পর্যায়ে উন্নীত হয়েছে ঠিক তখন বঙ্গবন্ধু বাঙালি জাতির উদ্দেশ্যে হাজার ১৯৭১ সালে ঢাকা রেসকোর্স ময়দানে ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ভাষণকে বাঙালি জাতি পরাধীনতার শৃংখল ভাঙ্গার জন্য চূড়ান্ত প্রেরণা হিসেবে গ্রহণ করে। ঐতিহাসিক ভাষণ স্বাধীন রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। বর্তমানে সারা দুনিয়ায় এই ভাষণটি ঐতিহাসিক ভাষণ হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সরকারি বিভিন্ন দপ্তর এবং রাজনৈতিক দল বিভিন্ন ভাবে পালন করেছেন। বাঙালি জাতির শ্রদ্ধার সাথে স্মরণ করেছে জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গতকাল সকাল ৯টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরাল পুস্তাবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সজিব খান, সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন করেন জেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সহ জেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রফেসর অধ্যক্ষ বাসুদেব বসু, সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রফেসর আমানউল্লাহ আল হাদী। শ্রদ্ধা নিবেদন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল­াহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস সরদার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসেম আলী সরদার, জেলা নির্বাচন অফিসার ফয়েজ বেনজীর আহমেদ, জেলা আনসার কমান্ড্যান্ট মুর্শিদা খানম, জেলা মহিলা আলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জোৎনা আরা, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করেন। শুধু তাই নয় জেলা আ’লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন