বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের চিত্রাংকন প্রতিযোগিতা

দ্বারা zime
০ মন্তব্য 266 দর্শন

 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে আজ ১৭ ই মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় ও জেলা পুলিশ সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পুনাক সভানেত্রী নাদিয়া আফরোজের সভাপতিত্বে উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাাফিজুর রহমান পিপিএম-বার।

এসময় পুলিশ সুপারের উপস্থিতিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী সহ সকল শিশুদের মাঝে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাতক্ষীরা পুনাক সভানেত্রী (পুলিশ সুপার পত্নী) নাদিয়া আফরোজ।


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো:আফজাল হোসেন,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো:শামসুল হক, জেলা ডিবির ওসি ইযাছিন আলম চৌধুরী সহ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বৃন্দ।

এর আগে সকাল ৭.৩০ মিটিটে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল সহ  জেলা পুলিশের উর্দ্ধত্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন