বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী’ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা

দ্বারা zime
০ মন্তব্য 424 দর্শন

 

মুজিব শতবর্ষ উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলায় ‘বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী’ পরিদর্শন করেছেন  খুলনা বিভাগের এডিশনাল ডিভিশনাল কমিশনার(রাজস্ব ও সার্বিক)  সুবাস চন্দ্র সাহা।

পরিদর্শনকালে এসময় সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর দেবাশীষ চৌধুরী , সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার  বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী’তে বসবাস কারীদের সাথে কথা বলেন এবং ঘর গুলো উন্নতমানের হওয়াতে নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘরের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার গাভার চরে সুসজ্জিতভাবে ১২০ টি ঘর নর্মিত হয়েছে। প্রশাসক সাতক্ষীরা, এস এম মোস্তফা কামাল এর নামকরন করেন ‘বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী’। পরে বিভাগীয় কমিশনার খুলনা, মো: ইসমাইল হোসেন এনডিসি  বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী’র শুভ উদ্বোধন করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন