বিদায়ী বেলায় যা বল্লেন খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন

দ্বারা zime
০ মন্তব্য 258 দর্শন

 

প্রিয় খুলনাবাসী,

আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল হোসেন দীর্ঘ দুই বছর দশ মাস সরকারের পক্ষ থেকে খুলনাবাসীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। আমার এ দীর্ঘ চাকুরিকালে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকরি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক সমাজ, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের জনগণের সাথে সমন্বয় করে সরকারের অর্পিত দায়িত্ব পালনকালে যদি কেউ আমার আচার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তবে তা নিতান্তই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজ আমার অনুজ সহকর্মী মোঃ মনিরুজ্জামান তালুকদারের নিকট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হস্তান্তর করে প্রিয় খুলনা ত্যাগ করে চলে যাচ্ছি। চাকুরির সুবাদে খুলনায় আসা হলেও খুলনার মাটি ও মানুষের সাথে এ দীর্ঘ সময়ে জড়িয়ে গেছে আমার আত্মিক বন্ধন। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার স্মৃতিতে প্রিয় খুলনা চিরভাস্বর হয়ে থাকবে।

আপনারা আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন সুস্থ ও সুন্দরভাবে আমার ওপর পরবর্তী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। ধন্যবাদ সবাইকে।।

লেখক – মোহাম্মদ হেলাল হোসেন, সাবেক জেলা প্রশাসক খুলনা ও উপসচিব (জননিরাপত্তা বিভাগ) স্বরাষ্ট্র মন্ত্রনালয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন