বিনম্র শ্রদ্ধায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ করলো পাবনা জেলা পুলিশ

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 292 দর্শন

 

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারা দেশের ন্যায় পাবনা জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২২’। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক প্রদান ইত্যাদি।

কেন্দ্রীয়ভাবে পাবনা জেলা পুলিশ লাইনস্-এ দিবসটি পালন করা হয়। আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়। পরে একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করেন। এ সময় বিউগল করুণ সুর বাজানো হয়।

পরবর্তীতে পাবনা পুলিশ লাইনস শহীদ এএসআই আবদুল জলিল মিলনায়তনে আলোচনা সভা ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পাবনা জেলার পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)  প্রেরিত উপহার সামগ্রী,ক্রেস্ট ও নগদ অর্থ হস্তান্তর করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি  গোলাম ফারুক প্রিন্স,  সংসদ সদস্য, পাবনা -৫ আসন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার , পাবনা  মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম ।

গত কয়েক বছরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় নিহত পাবনা জেলার স্থায়ী বাসিন্দা ৫৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। এ সময় পুলিশ সুপার মহোদয় ৫৬ জন পুলিশ সদস্যগণদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক প্রদান সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বিশ্বাস রাসেল হোসেন, জেলা প্রশাসক, পাবনা,  মনিরুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার ,সিআইডি, পাবনা, সাইফুল ইসলাম চৌধুরী স্বপন, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, পাবনা,  আলী মূর্তজা রেজা বিশ্বাস সনি, সহসভাপতি, পাবনা চেন্বার,  আবদুল মতিন খান, সভাপতি, সংবাদপত্র পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু চন্দন কুমার চক্রবর্তী,  রোকেয়া সুলতানা , অধ্যাপক, চারুকলা অনুষদ , ঢাকা বিশ্ববিদ্যালয়,  মোশারফ হোসেন, চেয়ারম্যান, সদর উপজেলা, পাবনা, মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ, পাবনা), পাবনা জেলার বিভিন্ন সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপারগন, , পাবনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের পরিবারবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন