ভূমিদস্যুদের কবল থেকে ১ কোটি ৭৬ লক্ষ টাকা মূল্যের জমি উদ্ধার করলো সদর উপজেলা প্রশাসন

দ্বারা zime
০ মন্তব্য 170 দর্শন

 

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ভূমিদস্যুদের কবল থেকে  শহরের পলাশপোল মৌজার ৪৪ শতক ভিপি ‘ক’ তালিকাভুক্ত সরকারি জমি উদ্ধার করেছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী অভিযান চালিয়ে সরকারী এ জমি উদ্ধার করেন। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৭৬ লক্ষ টাকা। এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী সাতক্ষীরার সিটিজেন জার্নালিস্ট কে জানান, সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক প্রাণ সায়ের খালের সাথে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কার্যক্রম অব্যহত আছে। পাসাপাশি সাতক্ষীরা সদর উপজেলায় সরকারি জমি উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।সরকারী জমি উদ্ধার অভিযানে সহকারী  কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান, সার্ভেয়ার তারিকুল ইসলাম সহ ভূমি অফিসের সংশ্লিষ্ট রা উপস্থিত ছিলেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন