মহানগরীকে মাদক-সন্ত্রাস ও জঙ্গিমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে হবে : আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক

দ্বারা zime
০ মন্তব্য 167 দর্শন

 

বৃহম্পতিবার  ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ বেলা ০২.৩০ ঘটিকায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে সংবর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

শুরুতেই সভাপতি মহোদয় সকলের সাথে পরিচিত হন। মত বিনিময়কালে সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে জনমুখি পুলিশিং কার্যক্রম বেগবান করার দিকনির্দেশনা প্রদান করেন। মহানগরীকে মাদক সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনা সহ সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন)  মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, পিপিএম-সেবা ও উপ-কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জববৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন