মাদক মুক্ত সাতক্ষীরা গঠনে যুবসমাজ এগিয়ে আসুন ; অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন

দ্বারা zime
০ মন্তব্য 196 দর্শন

 

কাটিয়া যুব সংঘের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।পহেলা জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ রাত ৯ টায় কাটিয়া যুব সংঘের মাঠে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি হিসাবে পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স মোঃ জিয়াউর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আল হাজ্জ আবুল কালাম বাবলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সমাজ গঠনে যুবদের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে নতুন বৎসর ২০২১ সালেও সমাজ সংস্কারে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান। তিনি কাটিয়া যুব সংঘের কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করেন এবং মাদক মুক্ত সাতক্ষীরা গঠনে সংঘের সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন