বাংলাদেশে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূত এনরিকো ননজিয়াতার শ্যামনগরে আগমন উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দ্বারা zime
০ মন্তব্য 178 দর্শন

 

শ্যামনগর উপজেলায় বাংলাদেশে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূত এনরিকো ননজিয়াতার আগমন উপলক্ষে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঈশ্বরীপুর যীশুনাম আশ্রম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস ও আদিবাসী মুন্ডা মহিলা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বাংলাদেশে নিযুক্ত ইটলিয়ান রাষ্ট্রদূত এনরিকো ননজিয়াতাকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।এর আগে কালিগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত সার্কেল সিনিয়র এএসপি ইয়াছিন আলী বাংলাদেশে নিযুক্ত ইটলিয়ান রাষ্ট্রদূত এনরিকো ননজিয়াতার সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।

সংবর্ধনা পরবর্তীতে তিনি উপজেলার কাশিমপুর মুড়াপাড়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে রামপ্রসাদ মুন্ডা ও নিলিমা মুন্ডার সঞ্চালনায় আদিবাসী গান ও নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং মুন্ডাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন দলিত নির্বাহী পরিচালক স্বপন দাস, ফাদার পিয়ের লুইজি, ফাদার্স অ্যাসোসিয়েশন সুপেরিয়র জেভেরিয়ান, ইনচার্জ সেন্ডস্ পোল মংলা হাসপাতাল ডাঃ বিনয় দাস প্রমুখ। সফরকালীন সময়ে তিনি ঈশ্বরীপুর যীশুনাম আশ্রামের পরিচালক ফাঃ লুইজি পাজ্জির আতিথিয়তা গ্রহন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন