মিডিয়ার সঙ্গে দূরত্ব নয় প্রাতিষ্ঠানিক সম্পর্ক চাই : পুলিশ প্রধান ড.বেনজীর

দ্বারা zime
০ মন্তব্য 221 দর্শন

 

বাংলাদেশ পুলিশের কিংবদন্তী আইজি ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) বলেছেন, আমরা গণমাধ্যমের সঙ্গে দূরত্ব নয় প্রাতিষ্ঠানিক সম্পর্ক চাই। অন্যায় বা ভুল করলে পুলিশের যে কারো বিরুদ্ধে লিখবেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকতায় এখন অনেক চৌকস মেধাবীরা আসছেন। তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। পুলিশ বিভাগেও স্বচ্ছতা জবাবদিহিতা ফিরিয়ে আনা হয়েছে। আমাদের ভালো কাজ মিডিয়ার মাধ্যমে জনগণ যেনো জানতে পারে সেদিকে নজর দিতে হবে। পুলিশ সদর দপ্তরের শাপলা কনফারেন্স সেন্টারে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের নেতৃত্বে কমিটির অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আইজিপির পক্ষে অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা সাগর-রুনি হত্যা মামলাসহ পুরনো সব মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি। আশা করছি শিগগিরই সাগর-রুনি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।’

আইজিপি বলেন, মাদক আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের মিজোরাম ও মিয়ানমার সীমান্তে কিছু জটিল ও দুর্গম জায়গা আছে। সেখানে শেষ বিজিবি বিওপি থেকে যেতেও ৮ দিন সময় লাগে আবার ফিরতে লাগে ৮ দিন। আমরা সেটাও নিয়ন্ত্রণে কাজ করছি। সীমান্ত সড়ক তৈরি হচ্ছে। আগামী দুই বছরে ৮০ কিলোমিটার সীমান্ত সড়ক তৈরি হবে। আগামী ১০ বছরের মধ্যে যদি আমরা যদি ৪০০ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করতে পারি তাহলে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী, পুলিশের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এআইজি (মিডিয়া) সোহেল রানা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। এছাড়া ক্র্যাবের নানা পরিকল্পনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ক্র্যাব সভাপতি মিজান মালিক। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, ডিআইজি খুরশিদ আলম, ডিআইজি এমওয়াই বেলালুর রহমান, ক্র্যাবের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, অর্থ সম্পাদক এমদাদুল হক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ইমু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক সম্পাদক রুদ্র রাসেল, কার্য নির্বাহী সদস্য গোলাম সাত্তার রনি, এস‌এম মিন্টু হোসেন, জামশেদ নাজিম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন