রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের চারটি জামাত হবে

দ্বারা zime
০ মন্তব্য 128 দর্শন

 

সোমবার পবিত্র ঈদুল ফিতর। রাজার বাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে পরপর চারটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের নামাজের প্রথম জামাত শুরু হবে সকাল ৮ টায়, দ্বিতীয় জামাত ৯ টায়, তৃতীয় জামাত ১০ টায় এবং ১১ টায় অনুষ্ঠিত হবে সর্বশেষ জামাত।

এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপির ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগ।

রবিবার সকালে ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বিপিএম (বার) রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শন করেন। এই সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে উন্মুক্ত স্থান ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন না করতে বিধি নিষেধ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করতে নির্দেশনাও দিয়েছে। এই নির্দেশনার পরিপেক্ষিতে রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন