লকডাউন বাস্তবায়ন করতে সাতক্ষীরা থানা ও ট্রাফিক পুলিশে যৌথ উদ্যোগে মহড়া অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 300 দর্শন

 

শেখ আরিফুল ইসলাম আশা: করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন সফল করতে সাতক্ষীরা সদর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ মহড়া, মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় সদর থানা চত্বর থেকে পুলিশের একটি মোটরসাইকেল মহড়া বেরহয়ে সাতক্ষীরা শহরের বিশেষ বিশেষ সড়ক ও বাজার গুলোতে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হয়। এসময় জরুরি কাজে বেরহওয়া পথচলতি মানুষের মাঝে মাস্ক বিতরণ করাহয়েছে।

মোটরসাইকেল মহড়ার নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন ও ট্রাফিক পুলিশের  (টিআই) মোঃ কামরুজ্জামান বকুল।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার  এঁর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউন সফল করতে। ছাড়াও থানা এলাকার সাধারণ মানুষের সচেতন করতে ও সকলকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে পুলিশের এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত মোহড়া অনুষ্ঠানে সাতক্ষীরা থানার ও জেলা ট্রাফিক পুলিশের সকল পরিদর্শক গণ, সকল সার্জেন্ট, সকল এসআই ও এএসআই গণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন