লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের মনিটরিং ও অভিযান পরিচালনা করা হয়েছে।

৭দিনের লকডাউনের ৪র্থ দিনে সদর উপজেলার আবাদেরহাট, বাবুলিয়া বাজার, কদমতলা বাজারসহ বিভিন্ন স্থানে মনিটরিং, সচেতনতামুলক প্রচার প্রচারণা ও মোবাইলকোর্ট পরিচালনা করেছেন সদর উপজেলার বিঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও   নির্বাহী অফিসার  ফাতেমা-তুজ-জোহরা।

এসময় তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে জনসচেতনতা, সামাজিক দূরত্ব বজায় থাকা ও স্বাস্থাবিধি মেনে চলা, জনসমাগম না করা, মুখে মাস্ক পরিধান করা ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবার জন্য নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা আহবান জানান।