শিবপুর রিং-স্লাব বিতরণ ও চারা রোপণ করলেন সদর ইউএনও ফাতেমা তুজ-জোহরা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 157 দর্শন

 

সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শতভাগ স্থাথ্য সম্মত স্যানেটেশন বাস্তবায়নের লক্ষে গরীব ও অসহায় মধ্যে রিং-¯øাব বিতরন,পরিবেশের ভারসাম্য রক্ষাত্তে সোনারডাঙ্গা রাস্তায় তালের চারা রোপন ও শিবপুর ইউনিয়ন পরিষদে সোন্দর্য বৃদ্দির লক্ষে ফুলের চারা রোপন উদ্বোধন হয়েছে। শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা- তুজ জোহরা।

তিনি রিংস্লাব ও চারা রোপন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আযম, সাতক্ষীরা পল­ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-মহা-ব্যবস্থাপক, রকিবুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ইউপি সচিব মোঃ কামরুজ্জামান, ইউপি সদস্যবৃন্দ । প্রধান অতিথি বলেন দেশের প্রতিকুল আবওহায়া রক্ষাত্তে বেশি বেশি করে বৃক্ষ রোপন করে সমাজিক ভারসাম্য ফিরিয়ে আনতে হবে প্রত্যেকে বাড়ির আনাছে কানাছে পতিত জমিতে শাক সবজি ও ক্ষুদ্র জলাশয়ে মাছ চাষ করে স্বর্নিভর বাংলাদেশ গড়ে তুলার আহবান জানান ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন