সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সাফল্য :হারিয়ে যাওয়া ৫৫টি মোবাইল ফোন উদ্ধার

দ্বারা zime
০ মন্তব্য 315 দর্শন

 

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কর্তৃক হারিয়ে যাওয়া ৫৫টি মোবাইল ফোন উদ্ধার এবং হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেটে এসব উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিক নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।

জেলা পুলিশের সুত্র জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

পুলিশ সুপার মোবাইল হস্তান্তর করার পরে  সকলের উদ্দেশ্যে বলেন,কারো মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে জিডি কিংবা মামলা করার জন্য সংশ্লিষ্ট এলাকার থানাকে জানান।তিনি বলেন, ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । 

উক্ত মোবাইল হস্তান্তর  অনুষ্ঠানে এসময়  উপস্থিত ছিলেন মোঃ সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেন, বিশেষ শাখার ডিআই-১ মিজান  সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসময় হারানো ফোন ফিরে পেযে ভুক্তভোগী রা সাতক্ষীরা জেলা পুলিশ ও সাইবার ইনভেস্টিকেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন