সাতক্ষীরায় জাতীয় পার্টির সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান ছিলেন একজন আদর্শবান নেতা ॥ কর্ম ও গুণে তিনি আজো স্বরনীয়

দ্বারা zime
০ মন্তব্য 166 দর্শন

 

মাহফিজুল আক্কাস : সাতক্ষীরা ০২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম হাবিবুর রহমান’র ৪ঠা জুন দশম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১০ সালের ৪ঠা জুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা ও আধুনিক সাতক্ষীরা গড়ার সুনিপুণ কারিগর। সাতক্ষীরার মাটি ও মানুষের সাথে তার গভীর যোগসূত্র ছিল। মরহুম হাবিবুর রহমান একজন শিক্ষানুরাগী ছিলেন। যার প্রমাণ পাওয়া যায় তার হাতে গড়া স্কুল-কলেজ ও মাদ্রাসা এবং নিজের ছেলে-মেয়েদের আদর্শ ও উচ্চ শিক্ষায় শিক্ষা দেখে। মরহুম হাবিবুর রহমানের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মরহুম হাবিবুর রহমান ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি ১৯৮৮ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত সাতক্ষীরা ০২ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ছিলেন। তিনি ১৯৮৮ সাল হতে ১৯৯২ সাল পর্যন্ত সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন এবং একই সাথে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সেই সাথে তিনি ছিলেন সাতক্ষীরার গণমানুষের প্রাণের নেতা। ছিলেন সাতক্ষীরার গরীব দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু ও অসহায় নির্যাতীত শোষিত বঞ্চিত গণমানুষের পক্ষে বলিষ্ট কন্ঠস্বর। তিনি সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিয়ে গেছেন। সাবেক এমপি মো. হাবিবুর রহমান তার কর্ম ও গুণে আজো সাতক্ষীরাবাসীর হৃদয়ে স্বরনীয় হয়ে বেঁচে আছেন। তিনি ১৩/১০/১৯৪৩ সালে তার পৈত্রিক ভিটা সদরের ভাড়ুখালী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি পরিবার নিয়ে বসবাস করতেন সাতক্ষীরার পলাশপোলে। সাবেক সংসদ সদস্য মরহুম হাবিবুর রহমান’র দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে তার মেঝ ছেলে মো. মশিউর রহমান বাবু তার পিতার রুহের মাগফিরাত কামনা করে সাতক্ষীরাসীর কাছে দোয়া চেয়েছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন