সাতক্ষীরায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র সমাপনী ও পুরস্কার বিতরণ

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 195 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ জেলা পর্যায়ের খেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সদর থানার অফিসার ইনচার্জ স.ম কাইয়ুম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আবুল গনি, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নেয় সদর উপজেলা বনাম আশাশুনি উপজেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম আশাশুনি উপজেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ২-০ গোলে সাতক্ষীরা সদর উপজেলাকে হারিয়ে আশাশুনি উপজেলা জয়লাভ করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে সাতক্ষীরা সদর উপজেলাকে হারিয়ে আশাশুনি উপজেলা জয়লাভ করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে ৭৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও জেলা ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন