সাতক্ষীরায় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম’ শীর্ষক কর্মশালা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 177 দর্শন

 

মঙ্গলবার কামালনগর লেকভিউ রিসোর্টে ‘সাতক্ষীরায় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম’ শীর্ষক কর্মশালা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন ম্যাক্স ফাউন্ডেশনের আয়োজনে ও এসকেএস’র সহযোগিতায় মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।


স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-সচিব (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: রওশানারা জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ম্যাক্স ফাউন্ডেশনের কমিউনিকেশন ম্যানেজার সজল কোরায়েশী। এতে জেলার ৪টি উপজেলার ১৩টি ইউনিয়নকে হেলদি ভিলেজ সনদপত্র প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন