সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ পালিত

দ্বারা zime
০ মন্তব্য 148 দর্শন

 

সাতক্ষীরায় র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ পালিত হয়েছে। “সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিঃ জেলা ম্যাজিস্টেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি বলেন, শব্দ ছাড়া কোন কিছু করা সম্ভব নয়। শব্দ অতিঃ শ্রবনের ফলে মানুষ এক সময় কালা হয়ে যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার ব্যাপক শব্দ বেড়েছে। শব্দ দূষণ থেকে মানুষকে নিরাপদ রাখতে হবে। আইন প্রয়োগ করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয় এর জন্য প্রয়োজন অধিক জনসচেতনতা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শব্দ দূষণ থেকে বাঁচতে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নীরব ঘাতক শব্দ দূষণ এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাধাঃ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ জাহাঙ্গীর হোসেন। এসময় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিএনসিসির সদস্যসহ অনন্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।পরে একই স্থান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন