সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক – ৫

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 469 দর্শন

 

ভুয়া ডিবি সদস‌্য পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। তা‌দের কাছ থে‌কে ১টি প্রাইভেটকার, ১টি মােটর সাইকেল, ১টি খেলনা পিস্তল, পিস্তলের কাভার ২টি,১টি অকিটকি সেট, ২টি ডিবি পুলিশের কটি, ২টি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ ২টি, পুলিশ বেল্ট ১টি, পুলিশ ভুয়া আইডিকার্ড ১টি, মােবাইল ফোন ৪টি, হ্যান্ডব্যাগ ১টি, পিস্তল বাধার চেইন ১টি উদ্ধার করা হয়েছে।


১৯ ফেব্রুয়া‌রি বেলা ১১টায় র‌্যাব ৬ এর অ‌ধিনায়ক লেঃ ক‌র্নেল মোহাম্মদ মোসতাক আহমেদ খুলনা সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং‌য়ে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গ্রেফতার হওয়া ভুয়া ডি‌বি সদস‌্যরা হ‌লো মােঃ
মােস্তাফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মােশারফ হােসেন (৪০), মােঃ মাহবুবুর রহমান (২৭)।

ব্রিফিং‌য়ে র‌্যাব -৬ এর অ‌ধিনায়ক জানান, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন বাইগুনি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই‌য়ের প্রস্তুতি গ্রহণ করছি‌লো। গোপন সংবারদর ভি‌ত্তি‌তে গত ১৮ ফেব্রুয়ারি র‌্যাব ৬ এর এক‌টি আভিযানিক দল বাইগুনি গ্রামস্থ হারুন-অর রশিদ ডিগ্রি কলেজ এর পাশে ১টি প্রাইভেটকার ও ১ টি মােটর সাইকেলসহ আসামীদের গ্রেফতার করে। তাদের বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি নেয়া হচ্ছে ব‌লে ব্রিফিয়ে জানা‌নো হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন