সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 207 দর্শন

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালনায় এবং সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের আয়োজনে ছয় দিন ব্যাপী [১৮-২৩ শে মার্চ] “নতুন রেফারী প্রশিক্ষন কোর্স-২০২১” এর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল [জেলা প্রশাসক,সাতক্ষীরা ও সভাপতি সাজেক্রীস]।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক,  বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান [সাধা. সম্পাদক সাজেক্রীস],জনাব শেখ নাসেরুল হক [সভাপতি,ডিএফএ], আলহাজ্ব ড. আবুল কালাম বাবলা [বিশিষ্ট সমাজ সেবক] এবং আক্তারুজ্জামান মুকুল ।

এ সময় কোর্স ইনস্টাক্টর হিসেবে ছিলেন  তৈয়ব হাসান [বাফুফে রেফারীজ ইনস্টাক্টর],জনাব সুজিত কুমার ব্যানার্জি [বাফুফে ফিজিক্যাল ইনস্টাক্টর] এবং জনাব নাজমুল হুদা [বাফুফে রেফারীজ ইনস্টাক্টর]। উক্ত কোর্সে সিলেট,সুনামগঞ্জ,পঞ্চগড়,সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার মোট ৫৯ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। ১৮ই মার্চ এ কোর্সের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ  মোস্তাফিজুর রহমান [পিপিএম (বার) ও সভাপতি সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন ]





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন