সাতক্ষীরা থানা পুলিশের দীর্ঘ ৪ দিনের শ্বাসরুদ্ধ কর অভিযান শেষে ভিক্টিম উদ্ধার

দ্বারা zime
০ মন্তব্য 1600 দর্শন

 

গত ১০ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে দেবহাটা থানাধীন কুলিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর মেয়ে তুর জাউন আক্তার বৃষ্টি স্কুল থেকে হারিয়ে যায়।এমর্মে সাতক্ষীরা থানায় তুর জাউন আক্তার বৃষ্টির বাবা একটি সাধারন ডাযেরী করে। যার জিডি নং ৮৪০ তাং ১০/১২/২০২১ খ্রিষ্টাব্দ। উক্ত জিডির সুত্র ধরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুুজ্জামানের তত্বাবধায়নে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বাবুল আক্তারের সার্বিক ব্যবস্থাপায় সাতক্ষীরা থানার এসআই মানিক সাহা তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে ব্রাক্ষ্মনবাড়িয়ার জেলার নাছির নগর, সদর ও সরাইল থানা  পুলিশের সহযোগীতায় দীর্ঘ ৪ দিনের শ্বাসরুদ্ধ কর অভিযান শেষে ভিকটিম কে মেঘনা ও তিতাসনদীর চর এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয় এস আই মানিক সাহা।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত ওসি বাবুল আক্তার জানান,উদ্ধারকৃত ভিকটিম কে শুক্রবার দুপুরে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে। ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তার জানান, ভিক্টিমের পরিবার তাদের হারানো মেয়ে কে ফিরে পেয়ে সাতক্ষীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন