সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাবের অনুমোদন

দ্বারা zime
০ মন্তব্য 224 দর্শন

 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। রোববার রাতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্যগণ, জনপ্রশাসন সচিব এবং বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান।

এছাড়া আকস্মিক প্রবল বৃষ্টিপাত ও জোয়ারে সৃষ্ট বন্যা দূর্গত সাতক্ষীরার মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ২০০ মে. টন চাল এবং নগদ ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির উদ্ভব হওয়ার পর থেকে সাতক্ষীরার সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, নাগরিক সামাজের নেতৃবৃন্দ সাতক্ষীরায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানিয়ে আসছিল। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

সংবাদ পত্রদ্রুত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন